• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৫:৪২:৩৪ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

স্কুলিংয়ের বিপক্ষে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল

ঢাকা কলেজ প্রতিনিধি : রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের খসড়ার স্কুলিং মডেলের বিপক্ষে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।২৫ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বিক্ষোভ মিছিলটি কলেজের মূল ভবন থেকে শুরু হয়ে ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয়ের শেষ হয় এবং সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা।এসময় শিক্ষার্থীরা ’স্কুলিং না স্বতন্ত্র স্বতন্ত্র স্বতন্ত্র’, ‘স্কুলিংয়ের ঠিকানা ঢাকা কলেজে হবে না’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, স্কুলিংয়ের ফাঁসি চাই’, ‘তুমি কে আমি কে ডিসিয়ান ডিসিয়ান’, ‘ঢাকা কলেজের আঙ্গিনায় স্কুলিংয়ের ঠাঁই নাই’, স্লোগান দেন।বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে যে মডেল দেয়া হয়েছে, সেটার সঙ্গে আমাদের দাবি সাংঘর্ষিক। আমরা চেয়েছি স্বতন্ত্র কাঠামো অর্থাৎ প্রত্যেক কলেজের ইতিহাস ও ঐতিহ্য ঠিক থাকবে এবং শিক্ষার মানের উন্নয়ন ঘটবে।তারা বলেন, সরকার থেকে স্কুলিং মডেল দেয়া হয়েছে, এটির সঙ্গে শিক্ষার্থীরা পরিচিত নয় এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেও দেয়া হয়নি। শিক্ষার্থীরা স্কুলিং মডেল চায় না।শিক্ষার্থীরা বলেন, প্রত্যেক কলেজে নানা ধরনের স্টক হোল্ডার থাকে, তাদের সঙ্গে আলোচনা করা হয়নি। গুটিকয়েক শিক্ষার্থীর মতামতকে সবার মতামত বলে চালিয়ে দেয়া হয়েছে। স্কুলিং মডেলের উদ্যোগ নেয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। সাত কলেজের প্রেক্ষাপটে এই মডেল অনুপযোগী ও অযৌক্তিক। এই পদ্ধতিতে শিক্ষা সংকোচন হবে। সরকারের আরও ভাবতে হবে এবং স্কুলিং মডেল বাতিল করতে হবে।