বকশীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর লিফলেট বিতরণ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।২৯ নভেম্বর শনিবার বিকেলে বকশীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা ও সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী করতে মাঠে নামেন দলীয় নেতা কর্মীরা।পৌর শহরের ব্যবসায়ী, সাধারণ ভোটারদের মাঝে প্রচারণা ও লিফলেট বিতরণকালে পৌর বিএনপির সহসভাপতি বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, সহ সাংগঠনিক সম্পাদক ভাটি সাইফুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীম, সাবেক পৌর কাউন্সিলার হারুন অর রশিদ, সাবেক পৌর কাউন্সিলার রহিমা বেগম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান, পৌর বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান বিথিসহ পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।লিফলেট বিতরণ শেষে পৌর শহরে আগাম নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ধানের শীষের পক্ষে মিছিল করে পৌর বিএনপির নেতা কর্মীরা।পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা।