• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৩:৫৯ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শ্রীপুরে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু’র নেতৃত্বে 'বিপ্লব ও সংহতি দিবস' উদযাপন উপলক্ষে  বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।১৩ নভেম্বর বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিএনপি নেতা-কর্মীরা অবস্থান নিয়ে পিকেটিং করেন। এদের মধ্যে জৈনা বাজার, নয়নপুর বাজার, মাওনা আবদার মোড়, মাওনা চৌরাস্তা, মাস্টার বাড়ি, নতুন বাজার, হোতাপাড়া এবং বাঘের বাজার ছিল অন্যতম। পিকেটিং চলাকালে নেতা-কর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্লোগানে স্লোগানে মহাসড়ক ও আশপাশের এলাকা মুখরিত করে তোলেন।উপজেলার মোড়, টেংরা রাস্তার মোড়, রাজাবাড়ির মোড়, প্রহল্লাদপুর, নিজ মাওনা, টেপির বাড়ি, সাতখামার, বরমী, গোলাঘাট, কাওরাইদসহ সকল ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া ও মহল্লায় এই কর্মসূচিতে নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। সক্রিয় অবস্থানের কারণে শ্রীপুরে আওয়ামী লীগের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার বিকালে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে পল্লীবিদ্যুত মোড় হতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারী এবং শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার ও আজিজুল হক রাজন যৌথভাবে সঞ্চালনা করেন। অন্য একটি অংশে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব সভাপতিত্ব করেন।এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল বেপারী, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মাহফুল হাসান হান্নান সহ স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।