• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:১৪:২৬ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বিএনপিতে যোগ দিয়েই হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন পেলেন রেজা কিবরিয়া

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলে সদ্য যোগ দেওয়া খ্যাতনামা অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন। এর মধ্য দিয়ে এ আসনে বিএনপির প্রার্থী নিয়ে চলমান সব আলোচনা ও অনিশ্চয়তার অবসান হলো।এর আগে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে সক্রিয় ছিলেন বেশ কয়েকজন স্থানীয় নেতা। প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা চালিয়ে আসছিলেন তারা।মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, সাবেক পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মুশাহিদ আলম মুরাদ।শেষ পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে ড. রেজা কিবরিয়াকেই হবিগঞ্জ-১ আসনের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছেন মো. শাহজাহান আলী। এলাকায় দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও জনসংযোগের ওপর ভিত্তি করে তিনি ইতোমধ্যেই ভোটারদের মাঝে উল্লেখযোগ্য উপস্থিতি তৈরি করেছেন।নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা, ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন গণসংযোগ কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।