মানিকগঞ্জের সাটুরিয়ায় রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় এলজিইডির বাস্তবায়নে কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণে অনিয়ম ও নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে।জানা য়ায়, অ্যাডভোকেট ফটো ওরফে নেতার বাড়ি থেকে জান্নার বাজার পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা নির্মাণে ১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে কাজটি পান মেসার্স সবুজ অন্তুর কন্সট্রাকশন লিমিটেড, ঠিকাদার মো. আনোয়ার হোসেন।কাজের শুরু থেকেই এলাকাবাসী বিভিন্ন অনিয়ম ও নিম্নমানের ইট ব্যবহারের ব্যাপারে আপত্তি জানালেও ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক সেদিকে কর্ণপাত না করে কাজ চালিয়ে যান।এ বিষয়ে এলজিইডির সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বলেন, ‘ইটগুলো ভালোই আছে, খারাপ না।’তবে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মো. আনোয়ার হোসেন নিজেই স্বীকার করে বলেন, ‘এই ইট দিয়ে কাজ করা ঠিক নয়, কিন্তু বর্তমানে ভালো ইট পাওয়া যাচ্ছে না বলেই কাজ চালিয়ে যাচ্ছি।’