• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৯:৪৩ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মাটিরাঙ্গা মেডিকেল সেন্টারের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: ‘আর নয় মিথ্যে অজুহাত, জীবন বাচাতে রক্ত দিয়ে বাড়াব হাত’ এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গা হাসপাতাল রোডে জায়েদ মনোয়ারা প্রযুক্তি মাদ্রাসা প্রাঙ্গণে মাটিরাঙ্গা মেডিকেল সেন্টার এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।২৫ নভেম্বর মঙ্গলবার মাটিরাঙ্গা মেডিকেল সেন্টারের উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়। এদিন সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত ব্লাড গ্রুপিং কার্যক্রমে মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা মেডিকেল সেন্টারের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ও আবুল হাশেম, জায়েদ মনোয়ারা প্রযুক্তি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাটিরাঙ্গা মেডিকেল সেন্টার এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা আমাদের সন্তানদের ব্লাড গ্রুপ জানতে পেরেছি। এতে করে আমাদের সন্তারদের রক্ত লাগলে সহসায় আমরা রক্ত দিতে পারবো।ক্যাম্পেইনের বিষয়ে মাটিরাঙ্গা মেডিকেল সেন্টারের কর্মকর্তারা বলেন, ‘এই ক্যাম্পেইন আগামী ২৬ ও ২৭ তারিখ পর্যন্ত চলবে।  বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।’