রংপুরের কাউনিয়ায় যুবলীগ নেতা মিলন গ্রেফতার
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় বিশেষ ক্ষমতা আইনে অ্যাডভান্স ডিটেনশন পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা মিলন মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।১৯ নভেম্বর বুধবার উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ একতা বাজার এলাকা থেকে গ্রেফতারের পর তাকে রাতেই কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার মিলন মিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ গ্রামের মৃত ছায়ের উদ্দিনের ছেলে এবং ওই ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক। তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, ‘৩১ আগস্ট রংপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১২১ নাম্বার মিস কেস মামলার অ্যাডভান্স ডিটেনশন পরোয়ানাভুক্ত আসামি মিলন মিয়া। তিনি উপজেলার হারাগাছ ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক। তাকে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।’