• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৫:৪৭:৩৯ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নারায়ণগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় সুমন খলিফা(৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১ ডিসেম্বর সোমবার সকালে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি বরিশালের আগৈলঝড়া উপজেলার মন্টু খলিফার ছেলে।পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।নিহতের স্ত্রী সংগীতশিল্পী সোনিয়া আক্তার (২৮) জানান, রোববার রাতে তারা দু’জনে ফতুল্লার পঞ্চবটি এলাকায় একটি গানের অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান চলাকালে সুমন বাইরে বের হয়ে আর ফিরে আসেননি। তাকে খুঁজতে গিয়ে সোমবার সকালে হত্যার খবর পান তিনি।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, যে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি।