• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৮:০২:০৬ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

লালপুর থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চোর গ্রেফতার

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর থানা চত্বর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জসিম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।২০ নভেম্বর বৃহস্পতিবার রাতে রাজশাহীর চারঘাট উপজেলার টাউন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতার জসিম চারঘাট উপজেলার টাউন পূর্বপাড়া গ্রামের আজিজুলের ছেলে। গত ১১ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে লালপুর থানা চত্বর থেকে থানার বাবুর্চি আমিরুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়। ঘটনার পরপরই মোটরসাইকেল উদ্ধারে মাঠে নামে পুলিশ।পুলিশ জানায়, গ্রেফতার জসিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে। চুরির এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।এ বিষয়ে নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, চুরি-ছিনতাইসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে নাটোর জেলা পুলিশ তৎপরতার সাথে কাজ করছে।