• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা পৌষ ১৪৩২ ভোর ০৪:৫৯:২৪ (19-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মেহজাবীন চৌধুরীর মামলার শুনানি পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক: অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীর হুমকি-ধামকির মামলায় জবাব দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।১৮ ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকার ৩ নং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত শুনানির জন্য নির্ধারিত ছিল, কিন্তু বিচারকের বদলি জনিত কারণে শুনানি নেওয়া যায়নি। এ কারণে মামলার পরবর্তী শুনানির জন্য ২০২৬ সালের ১২ জানুয়ারি নতুন তারিখ ধার্য করা হয়েছে।আসামি পক্ষের আইনজীবী তুহিন হাওলাদার সাংবাদিকদের বলেন, “বদলি হওয়া বিচারকজনের কারণে নির্ধারিত দিনে শুনানি গ্রহণ সম্ভব হয়নি। নতুন বিচারক যোগদানের পর মামলার নথিপত্র পুনরায় উপস্থাপন করে শুনানি করা হবে।”এর আগে, গত ১৬ নভেম্বর আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন মেহজাবীন ও তার ভাই। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর তৎকালীন বিচারক আফরোজা হক তানিয়া তাদের জামিন মঞ্জুর করেন।মামলায় অভিযোগ করা হয়, বাদীর সাথে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে মেহজাবীন চৌধুরী নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা গ্রহণ করেন। টাকা দেওয়ার পর দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরু না করার কারণে বাদী টাকা চাইলে বিভিন্ন সময় অজুহাত দেখানো হয়। পরে, ১১ ফেব্রুয়ারি বাদী পাওনা টাকা চাইতে গেলে, তারা জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।এ ঘটনায় বাদী আমিরুল ইসলাম ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ধারা ১০৭ ও ১১৭(৩) অনুযায়ী মামলাটি দায়ের করেন।