দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শ্রীপুরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : জুলাই সনদের আইনী ভিত্তি পুনর্বহাল ও গণভোটের দাবিতে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ব্যাপক জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুরের শ্রীপুরে শাখার নেতৃবৃন্দ এ সমাবেশ পালন করে।১৪ নভেম্বর, শুক্রবার বিকেল ৪টায় মাওনা চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও গাজীপুর-৩ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।এই কর্মসূচির মাধ্যমে শুধুমাত্র সম্প্রদায়ের শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষা নয়, বরং জুলাই সনদের আইনী ভিত্তি পুনর্বহাল এবং গণভোটের দাবিও তুলে ধরা হবে এবং নাগরিকদের ন্যায্য অধিকার রক্ষা এবং দেশের শান্তি বজায় রাখতে এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয়েছে।