• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ভাদ্র ১৪৩২ সকাল ০৭:৫৬:৩৯ (09-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।৮ সেপ্টেম্বর সোমবার বিকালের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম।  গ্রেফতাররা হলেন, দৌলতপুর উপজেলার চর কাটারী গ্রামের মৃত মিয়া চান মন্ডলের ছেলে সায়েদ মন্ডল ওরফে সাইদ (৪২) এবং কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া গ্রামের মৃত জাহেদা বেগমের মেয়ে সেতারা বেগম (৪৫)।  ডিবি পুলিশ জানায়, গতকাল ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকার কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় সায়েদ মন্ডলের কাছ থেকে ৩০০ পিস ও সেতারা বেগমের কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।