• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৫:০৩:৩৪ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

হারাগাছে দুই মাদক কারবারি গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে দুইশত পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ ডিসেম্বর শুক্রবারে দুপুরের পর তাদেরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় আরপিএমপি হারাগাছ থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাট আদিতমারীর সারপুকুর ইউনিয়নের নামুড়ী চন্দ্রপুর গ্রামের আব্দুল জব্বার জিন্তাত আলীর ছেলে রেজাউল ইসলাম (৩২) ও সারপুকুর গ্রামের নুর ইসলামের ছেলে বাবুল মিয়া (৩২) ।রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ওসি আজাদ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধার পর তার নির্দেশনায় এসআই মাহাবুর রহমানসহ পুলিশের টিম উপজেলার হারাগাছ পৌর শহরের চরচতুরা এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি রেজাউল এবং বাবুলকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুইশত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং দুইটি মটরসাইকেল জব্দ করা হয়। তবে পুলিশ উপস্থিতি টের পেয়ে বাবু ও নয়ন মিয়া দুই মাদক কারাবরি মটরসাইকেল ফেলে পালিয়ে যায়।ওসি আজাদ রহমান বলেন, এ ব্যাপারে মাদকসহ আটক দুইজনসহ চারজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে।