• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:৪৭:৫৯ (08-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ

গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা।৮ সেপ্টেম্বর সোমবার সকালে গাজীপুর মহানগরীর বাসন কলম্বিয়া এলাকায় অবরোধ করেন শ্রমিকরা। এতে ওই মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কারখানাটিতে প্রায় ৮০০ শ্রমিক কর্মরত রয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, আমাদের জুলাই মাসের বেতন এখনো বকেয়া রয়েছে। আগস্ট মাসের বেতন আমরা এখনো পাইনি। সেপ্টেম্বর মাস চলে এসেছে। আমাদের কোনোভাবেই সংসার চালানো সম্ভব হচ্ছে না। তাছাড়া বাড়িওয়ালা বাসা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। কারখানার এসব তালবাহানার বাড়িওয়ালাদের বুঝানো যাচ্ছে না।গাজীপুর শিল্প পুলিশের (বাসন জোন) ইন্সপেক্টর ফারুকুল আলম বলেন, সকাল ৮টা ৪৫ মিনিটে শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে শ্রমিকরা আলোচনার জন্য ফ্যাক্টরির ভেতরে অবস্থান করছে।এ বিষয়ে আলিফ ক্যাজুয়াল লি. কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।