রাঙামাটিতে চোলাইমদসহ এক নারীকে আটক করেছে পুলিশ
রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি জেলার কোতয়ালী থানাধীন মানিকছড়ি পুলিশ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৯ লিটার দেশীয় চোলাইমদসহ এক নারীকে আটক করেছে পুলিশ।১৮ নভেম্বর মঙ্গলবার রাঙামাটি থেকে চট্টগ্রামগামী সড়কের মানিকছড়ি পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ৯ লিটার দেশীয় চোলাইমদসহ মিতা চাকমা (৪৮) নামে এক নারীকে আটক করা হয়।আটক মিতা চাকমা রাঙামাটি জেলার জুরাইছড়ি থানার চুমাচুমি এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি রাঙ্গামাটি পৌরসভার টিএনটি পাড়াস্থ লাবন্যময় বাবুর ভাড়া বাড়িতে বসবাস করেন।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।কোতয়ালীয় থানা পুলিশ জানায়, আটক মিতা চাকমা এর আগেও ২৭ লিটার চোলাই মদ নিয়ে গ্রেফতার হয়েছিলেন।