নাটোরে ৫৫ লক্ষ টাকার ভেজাল ওষুধ ধ্বংস
স্টাফ রিপোর্টার, নাটোর: জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় নাটোরে একটি বিশেষ অভিযান চালিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ৪ আগস্ট সোমবার দিনব্যাপী নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ও খোলাবাড়িয়া এলাকায় পরিচালিত অভিযানে প্রায় ৫৫ লক্ষ টাকা মূল্যের নকল ও ভেজাল ওষুধ ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে প্রায় ১৪ লক্ষ টাকার ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।লক্ষ্মীপুর বাজারে একটি ভেষজ পণ্যের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অননুমোদিত ও প্রতিকারবিহীন ভেষজ ওষুধ জব্দ করা হয়। পরে সেগুলো জনসমক্ষে ধ্বংস করা হয়। এসময় দোকানের কোনো বৈধ লাইসেন্স বা অনুমোদনপত্র প্রদর্শন করতে পারেনি কর্তৃপক্ষ।পরবর্তীতে খোলাবাড়িয়া মধ্যপাড়া এলাকায় কয়েকটি নামধারী ভেষজ ওষুধ উৎপাদন কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়। সেখানে অসংখ্য প্লাস্টিক ড্রাম, রাসায়নিক পদার্থ, ছাঁচ, বোতল ও মোড়কজাত করার উপকরণ পাওয়া যায়, যা ভেজাল ওষুধ তৈরিতে ব্যবহৃত হচ্ছিল। এসব সামগ্রী তাৎক্ষণিকভাবে জব্দ ও ধ্বংস করা হয়।অভিযানে অংশগ্রহণকারী ঔষধ প্রশাসনের কর্মকর্তারা জানান, এসব ভেষজ নামে বিক্রি হওয়া ওষুধ আসলে অনুমোদনহীন, কার্যকারিতা বিহীন এবং অনেকক্ষেত্রে মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। তারা আরও জানান, এসব ভেজাল ওষুধ লিভার, কিডনি এবং হৃদরোগের মতো জটিল রোগের কারণ হতে পারে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে বেশ কিছু প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।সেনাবাহিনী ও ওষুধ প্রশাসন এক যৌথ বিবৃতিতে জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। জনসাধারণকে ভেজাল ও অনুমোদনহীন ভেষজ ওষুধ থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়। কেউ যদি এ ধরনের অনৈতিক কার্যকলাপ সম্পর্কে তথ্য রাখে, তাহলে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এই নকল ও ভেজাল ওষুধ নির্মূল করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এমন উদ্যোগ সাধারণ জনগণের মাঝে স্বস্তি এনে দিয়েছে। এসব অসাধু ব্যবসায়ী চক্রকে কঠোরভাবে দমন করার জন্য সকলের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।