• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:১৭:৪৭ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ঢাকায় আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও এর আশপাশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪ দশমিক ১ ছিলো কম্পনের মাত্রা।৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে।ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার। উৎপত্তিস্থল মূলত নরসিংদীতে, যা টঙ্গী থেকে ২০ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বাঞ্চলে।এর আগে, ১ ডিসেম্বর সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। এদিন দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন।এরও আগে, গত ২১ ও ২২ নভেম্বর দুই দিনে চার দফা ভূমিকম্প হয়। এর মধ্যে ছিল রিখটার স্কেলে ২১ নভেম্বরের ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৭। এতে ১০ জনের মৃত্যু হয়। এদিনের ভূমিকম্পে সৃষ্ট কম্পনে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।