• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:২৯:৫৫ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৩৮ লাখ ৪১ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।৩০ নভেম্বর রোববার বিকেলে কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক মীর আলী এজাজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।বিজিবি জানায়, কাঙ্ক্ষিত চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও নজরদারি পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় রোববার সকাল সাড়ে পাঁচটার দিকে ১০ বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে ময়নামতি ক্যান্টনমেন্ট বাজার এলাকায় কাভার্ড ভ্যানে করে মালিকবিহীন অবস্থায় আনা ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি জব্দ করা হয়।  জব্দ শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩৮ লক্ষ ৪১ হাজার টাকা।বিজিবি জানিয়েছে, আটক মালামাল বিধি মোতাবেক কাস্টমস গোডাউনে জমা করা হবে এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।