পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও শাল আটক করেছে বিজিবি
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার কামাত-কাজলদীঘি ইউনিয়নের ধামের ঘাট সীমান্তে ভারতীয় শাড়ি ও ভারতীয় শাল মালিক বিহীন অবস্থায় উদ্ধার করেছে নীলফামারী ৫৬ বিজিবির অধিনস্থ ধামের ঘাট বিওপির দুটি টহল দল। যার সিজার মূল্য ৬ লক্ষ ৭৮ হাজার টাকা।বিজিপির দেয়া প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ নভেম্বর শনিবার ভোরে ধামের ঘাট বিওপির লাহেরীপাড়া এলকায় অভিযান পরিচালনা করেন ৫৬ বিজিবি অধীনস্থ দুটি টহল দল।এসময় সীমান্ত পিলার ৭৭১/১ এস থেকে ১২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লাহেরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে মালিক বিহীন অবস্থায় ১৯ পিস ভারতীয় শাড়ি ও ৯০ পিস শাল উদ্ধার করা করেন ধামের ঘাট বিওপির টহল দল।বিজিবি সূত্র জানায়, চোরাচালানের বিরুদ্ধে এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।