চট্টগ্রামে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর কদলতলী এলাকায় একটি ভবনে আগুন লেগেছে। ভবনটিতে কম্বল, সোয়েটার ও ফুটবলের গোডাউন রয়েছে।২৪ নভেম্বর সোমবার দুপুরে একটার দিকে আগুনের সূত্রপাত হয়।স্থানীয় ব্যবসায়ীরা জানান, বেলা একটার দিকে চারতলা ভবনটির উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে কম্বল, সোয়েটার ও ফুটবলের গোডাউন রয়েছে। গোডাউনগুলো বন্ধ ছিল এবং ভবনে কেউ আটকা পড়েনি। ফায়ার সার্ভিস আসার পর আগুন অনেকটা নিয়ন্ত্রণে।চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে।