• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৫:০৯:১২ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

লোহাগাড়ায় চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত সকল কর্মকর্তাদের চাকরিতে পুণর্বহালের দাবিতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।২ ডিসেম্বর মঙ্গলবার সকালে লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনস্থ ইসলামী ব্যাংক লোহাগাড়া শাখার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়া-লোহাগাড়া ইসলামী ব্যাংক পিএলসি থেকে চাকরিচ্যুত ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা সাইফুল আরমান চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা নাঈমুল ইসলাম, হুমায়ুন কবির, আসাদুল্লাহ, মো. আব্দুল করিম, আজিজুল হক, মোহাম্মদ সোলাইমান, মিশকাতুল ইসলাম, পারভেজ রোহান, রুবেল প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, ‘৫ই আগস্টের পর হঠাৎ ইসলামী ব্যাংক পিএলসি থেকে আমাদের কোন ধরনের নোটিশ ছাড়া  চাকরিচ্যুত করে যা অত্যন্ত দুঃখজনক। আমরা সকল প্রকার বৈধ ডকুমেন্টের মাধ্যমে চাকরিতে যোগদান করি। আমাদের যে কোনো সরকারি চাকরিতে আবেদন করার বয়স শেষ হয়ে গিয়েছে। পরিবারে অভাব অনটন, ছেলে-মেয়েদের লেখা পড়ার খরচ যোগাতে হিমশিম খাচ্ছি। তাই আমাদের চাকরি পুণর্বহাল করা প্রয়োজন।’