বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়-খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে- ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিস সেমিনার কক্ষে এক আলোচনা সভা শেষে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।এ সময় উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি ।এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কৃষি অফিসের উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এস এম জহির রায়হান। উপসহকারী কৃষি কর্মকর্তা নাহিদ হাসনাত, আলমগীর, নাজমুলসহ বিভিন্ন ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুফলভোগী কৃষকসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে ১ বিঘা জমিতে চাষাবাদের জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ৫ কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি রাসায়নিক সার উপজেলার ৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়।