• ঢাকা
  • |
  • শনিবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০১:১৩:১৫ (06-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলায় খেপলেন উপস্থাপিকা নিকোল

অনলাইন ডেস্ক: শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলায় ক্ষেপে গেলেন যুমনা টেলিভিশনের উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোল।জামায়াতপন্থী ব্যারিস্টার শাহরিয়ার কবিরের উদ্দেশে তিনি বলেন, আপনি স্বাধীনতার মাসে টেলিভিশনের সেটে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলেছেন। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই।উপস্থাপিকার এ মন্তব্যে ব্যারিস্টার শাহরিয়ার কবিরও তীব্র প্রতিক্রিয়া দেখান।তিনি পাল্টা বলেন, অতিথি মানেই ভগবান। অতিথির সম্মান করতে হয়। আপনি স্বৈরাচারির কায়দায় এর আগেও কথা বলেছেন। এখানে আপনার অনুষ্ঠান বলে কিছু নেই।আমি আপনার অনুষ্ঠানে আসিনি-আমি যমুনা টিভির আমন্ত্রণে ১৬ কোটি মানুষের কথা বলতে এসেছি।লাইভ সম্প্রচারের সময় দুই পক্ষের মধ্যে কিছু সময় ধরে তর্ক-বিতর্ক ও উত্তপ্ত বাক বিনিময় চলতে থাকে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে।