ঢাকার বাড়িভাড়া নির্ধারণ করে দেবে সিটি করপোরেশন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা শহরের কোন এলাকায় বাড়িভাড়া কেমন হবে, বাড়ির সেবা অনুযায়ী ভাড়া কত হবে— সবই নির্ধারণ ও তালিকা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ তথ্য জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।২৭ নভেম্বর বৃহস্পতিবার ডিএনসিসির নগর ভবনের অডিটোরিয়ামে ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার বিষয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ সালে জারি হলেও অনেকে তা মানছে না। আমরা আইন অনুযায়ী ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের জন্য একটি নির্দেশিকা তৈরি করব। এটি ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে কার্যকর করা হবে।প্রশাসক আরও জানান, ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের মধ্যে এগ্রিমেন্টের জন্য একটি ফরমেট ডিএনসিসির ওয়েবসাইটে রাখা হবে। এছাড়া রেসিডেন্সিয়াল এলাকায় কমার্শিয়াল কার্যক্রম বন্ধ করতে সিটি করপোরেশন কাজ করবে।ডিএনসিসি এলাকাভিত্তিকভাবে ভাড়া নির্ধারণ করবে এবং কোন এলাকায় সর্বাধিক ভাড়া কত হতে পারে তার একটি রেটকার্ড প্রকাশ করা হবে। তিনি বলেন, অনেক বাড়ির মালিক ভাড়াটিয়াদের কাছ থেকে যে হারে ভাড়া নেন, সে অনুযায়ী হোল্ডিং ট্যাক্স প্রদান করেন না। তাই বাড়িওয়ালাদের হোল্ডিং ট্যাক্সের তথ্য ভাড়াটিয়াদের জানিয়ে দেওয়ার দায়িত্ব সিটি করপোরেশনের হবে।প্রশাসক মোহাম্মদ এজাজের এই উদ্যোগ ঢাকার বাড়িভাড়া বাজারে স্বচ্ছতা ও আইনগত নিয়ন্ত্রণ আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।