• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:১৪:৩০ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বাবরি মসজিদ বানাতে চাওয়ায় তৃণমূল থেকে বহিষ্কার হুমায়ূন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভরতপুরে উত্তরপ্রদেশে ধ্বংস হওয়া বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের উদ্যোগই শেষ পর্যন্ত বিপদ ডেকে আনলো স্থানীয় তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীরের জন্য। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। বহিষ্কারের খবরে আগামী ২২ ডিসেম্বর নতুন রাজনৈতিক দল গড়ার ঘোষণা দিয়েছেন তিনি।সম্প্রতি মুর্শিদাবাদের ভরতপুরে বাবরি মসজিদের আদলে নতুন মসজিদ নির্মাণের ঘোষণা দেন তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর। তার এই ঘোষণা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া।এরপরেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং উত্তেজনাপূর্ণ মন্তব্য করায় হুমায়ূন কবীরকে বহিষ্কার করা হয়েছে।তৃণমূলের দাবি, বাবরি মসজিদের আদলে নতুন মসজিদ নির্মাণের এই উদ্যোগ বিজেপির মেরুকরণ রাজনীতিকে সাহায্য করতে পারে।বহিষ্কার প্রসঙ্গে সাংবাদিকদের হুমায়ূন কবীর বলেন, ‘বহিষ্কারের জবাব টিএমসি (তৃণমূল কংগ্রেস) ও বিজেপিও পাবে। এই দুই দলের মধ্যে কি বোঝাপড়া হয়েছে আগামী ২২ তারিখে আমি প্রমাণ করে দেব।’অন্যদিকে বিজেপি এই ঘটনাকে তৃণমূলের 'দ্বিমুখী রাজনীতি' বলে কটাক্ষ করেছে। বিজেপির রাজ্য সভাপতিহ সমীক ভট্টচার্য বলেন, এই ৬ ডিসেম্বর ৩৩ বছর ধরে পালন করবার কারণেই এখন হুমায়ূন কবীর এই কথা বলতে সাহস করতে পেরেছে।আগেও নানা বিতর্কে জড়িয়েছিলেন ভরতপুরের এই বিধায়ক। একাধিকবার সাসপেন্ড হলেও প্রতিবারই দলে ফিরে এসেছেন। তবে এবার দল ছাড়ার পাশাপাশি নতুন দল গড়ে সরাসরি তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন তিনি। হুমায়ূন ১৩৫টি আসনে প্রার্থী দেবেন বলেও জানিয়েছেন। সূত্র: দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস।