শিক্ষকদের দীর্ঘ সময় অবরুদ্ধের ঘটনায় ক্ষমা চাইলো বাকৃবি শিক্ষার্থীরা
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গত ৩১ আগস্ট অ্যাকাডেমিক কাউন্সিলের সভা শেষে একক ডিগ্রির দাবিতে উপাচার্যসহ ২ শতের অধিক শিক্ষককে প্রায় ৮ ঘণ্টা অবরুদ্ধের ঘটনায় ক্ষমা চেয়ে ফেসবুক পোস্ট লিখেছেন আন্দোলনের অন্যতম মুখ পশুপালন অনুষদের শিক্ষার্থী এহসানুল হক হিমেল। ৩ সেপ্টেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সম্মিলিত ফেসবুক গ্রুপ বাউ ইনফিনিটিতে তার এক পোস্টে এসব লিখেন তিনি।এর আগে ২ সেপ্টেম্বর মঙ্গলবার সারাদিন অবরোধ কর্মসূচির পর শিক্ষার্থীরা প্রশাসনের সাথে আলোচনায় বসে। দীর্ঘ ৫ ঘণ্টা আলোচনা করে তারা হল ছাড়ার নোটিশ প্রত্যাহার করার জন্য সিন্ডিকেট দিতে বলে এবং প্রশাসন তা মেনে নেন।হিমেল তার ফেসবুক পোস্টে লিখেছেন, গত রোববার জরুরি একাডেমিক কাউন্সিল পরবর্তী দাবি আদায়ের প্রেক্ষিতে শিক্ষকদের দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখার জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে দুঃখপ্রকাশ ও ক্ষমাপ্রার্থনা করা হয়। আলোচনায় উপস্থিত শিক্ষকগণ এ বিষয়ে শিক্ষার্থীদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।তিনি লিখেন, প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনলাইনে আলোচনায় যুক্ত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং আলোচনার সভাপতিত্ব করেন উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ মিলিয়ে ৪০ জনেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।শিক্ষার্থীরা পূর্বে ঘোষণা করেছিল যে, হল ভ্যাকেন্ট নোটিশ প্রত্যাহার না করা পর্যন্ত তারা কোনো আলোচনায় বসবে না। তবে দ্রুত সমাধানের স্বার্থে তারা নিঃশর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করে এবং তাদের ৬ দফা দাবি উত্থাপন করে।প্রথমেই একক কম্বাইন্ড ডিগ্রি বিষয়ে আলোচনা হলেও এর চূড়ান্ত সমাধান এখনো হয়নি, যা আলোচনাধীন রয়েছে। পরবর্তীতে শিক্ষার্থীরা অবিলম্বে হল ভ্যাকেন্ট নোটিশ প্রত্যাহার এবং আন্দোলনরতদের ভবিষ্যতে কোনো একাডেমিক বা প্রশাসনিক হয়রানির শিকার না হওয়ার জন্য লিখিত নিশ্চয়তা দাবি করে।আলোচনার পরিপ্রেক্ষিতে ঘোষণাসমূহ: সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে হল নোটিশ প্রত্যাহার করা। আন্দোলনরত কোনো শিক্ষার্থী (সকল ফ্যাকাল্টির) যাতে ভবিষ্যতে কোনো প্রকার একাডেমিক বা প্রশাসনিক হেনস্থার শিকার না হয় সে বিষয়ে প্রশাসন কর্তৃক লিখিত স্টেটমেন্ট দেয়া হবে। আগামী ৭ দিনের মধ্যে ক্লাস ও পরীক্ষা পুনরায় শুরু করা হবে। এ বিষয়ে পরের বিকাল ৫টার মধ্যে লিখিত বিবৃতি প্রকাশ করা হবে।