• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৮:০২:৩৬ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

জাতীয় শিক্ষাব্যবস্থার পূর্ণ সংস্কার এখন জাতীয় দাবি: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী গণতান্ত্র্রিক আন্দোলন- এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন,“গত স্বৈরাচারী সরকার দেশের শিক্ষাব্যবস্থার ওপর যেসব নেতিবাচক প্রভাব ফেলেছে—তা আমাদের জাতীয় অগ্রগতি, মানবসম্পদ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে এনেছে। শিক্ষা খাতকে লুটপাট ও বিদেশি স্বার্থ রক্ষার উদ্দেশ্যে দুর্বল করা হয়েছিল।”২৮ নভেম্বর শুক্রবার বেগম নূরজাহান মেমোরিয়াল স্কুল, রিং রোড, আদাবরে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগরের বিভিন্ন স্কুল–কলেজের ৪০০–এর বেশি শিক্ষক ও প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।সভায় ববি হাজ্জাজ ভূমিকম্প–ঝুঁকি মোকাবিলায় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন,“প্রতিটি শিক্ষককে মৌলিক নিরাপত্তা জ্ঞান অর্জন করতে হবে এবং প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানদের এখনই জরুরি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। দুর্যোগের সময় শিক্ষার্থীরা যেন নিজেদের পরিবার ও এলাকায় স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা রাখতে পারে—এমন চর্চা এখন থেকেই তৈরি করতে হবে।”এ সময় তিনি শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়ন, মুক্তচিন্তার প্রসার এবং শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি মত দেন যে মেয়েরা বিশেষ করে STEM শিক্ষায় আরও এগিয়ে গেলে দেশ প্রযুক্তি ও উদ্ভাবনে শক্ত অবস্থান নিতে পারবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মুক্তচিন্তা বিকাশে শিক্ষকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ—যাতে তারা কোনো ধরনের উগ্রবাদী মতাদর্শ বা রাজনৈতিক বিভ্রান্তির ফাঁদে না পড়ে। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা প্রয়োজন, কারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না।বক্তব্যের শেষ অংশে তিনি বলেন,“শিক্ষাব্যবস্থার পূর্ণ সংস্কার ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন সম্ভব নয়। আমরা যদি এখনই প্রয়োজনীয় পরিবর্তন না আনি, তবে বিশ্বমানের প্রতিযোগিতায় আমাদের অবস্থান আরও দুর্বল হবে।”সভায় উপস্থিত শিক্ষকরা শিক্ষাব্যবস্থার দুর্বলতা, অবকাঠামোগত সংকট, দুর্যোগ প্রস্তুতি ও শিক্ষার্থীদের সামাজিক নিরাপত্তা নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।