• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৪:২৭ (12-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নাটোরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে মো. আবু তালেব (৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।১৭ আগস্ট সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৫নং মাঝগাও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাহিমালি গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ গ্রামের ধানক্ষেতে সার দিতে যান কৃষক আবু তালেব। এ সময় হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায় এবং বৃষ্টি শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।নিহত আবু তালেব ওই গ্রামের মৃত মফিজ উদ্দিন (ছবির)এর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছিলেন।এদিকে কৃষকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, আবু তালেব পরিশ্রমী ও সৎ মানুষ ছিলেন। তার মৃত্যুতে পরিবারসহ গ্রামের মানুষ গভীরভাবে শোকাহত।