• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৯:২০:৫০ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাষ্ট্রপতির ফেসবুক আইডি হ্যাকড

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার ঘটনা ঘটেছে।২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির ব্যক্তিগত ওই অ্যাকাউন্ট থেকে এক পোস্টে হ্যাকিংয়ের শিকার হওয়ার বিষয়টি জানানো হয়।বিষয়টি নিশ্চিত করা হয় বঙ্গভবন থেকেও। পরে অ্যাকাউন্টটি উদ্ধার করার কথা জানানো হয়।রাষ্ট্রপতির এপিএস মো. সাগর হোসেন গণমাধ্যমকে বলেন, মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের ভেরিফায়েড ফেইসবুক পেইজটি হ্যাকড হয়েছে। বিভ্রান্ত না হওয়ার অনুরোধ। হ্যাকড হয়ে অ্যাকাউন্টটি কয়েক মিনিট নিয়ন্ত্রণের বাইরে ছিল। পরে বিটিআরসি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সেটি উদ্ধার করা হয়।