• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪১:২৮ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নোয়াখালীতে পারিবারিক কলহে প্রাণ গেল তরুণের, স্বামী-স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কবিরহাটে আনোয়ার হোসেন সাব্বির (২২) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ আব্দুর সোবহান শামীম (৩০) ও তার স্ত্রী ফারহানা আক্তারকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।২৬ নভেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানশালিক ইউনিয়নের চর গুল্যাখালী গ্রামের পান বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের মো. লিটনের ছেলে। সে বাবা-মায়ের একমাত্র সন্তান।নিহতের বন্ধু আনোয়ার হোসেন শাকিল বলেন, কয়েকদিন আগে সাব্বিরের খালা মানোয়ারা বেগমের খেতের লাউ গাছ কেটে ফেলে তার দেবর শামীম। বিষয়টি স্থানীয় গণ্যমান্যদের জানানো হলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করতে তাকে হাতেনাতে ধরার পরামর্শ দেন। বুধবার বিকেলে আবারও শামীমকে খেতে মরিচ চারা কাটতে দেখে মানোয়ারা প্রতিবাদ করলে উল্টো শামীম তাকে মারধর করেন। খবর পেয়ে শাকিল ও সাব্বির সেখানে গিয়ে মানোয়ারাকে হাসপাতালে পাঠান।তিনি আরও জানান, এরপর তারা খালার ঘর তালাবদ্ধ করে বাড়ি ফেরার পথে শামীম এগিয়ে এসে ‘ভুল বোঝাবুঝি’ বলে কথা বলতে চান। হঠাৎ ক্ষিপ্ত হয়ে তিনি হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে সাব্বিরের মাথায় কোপ দেন। মুহূর্তে রক্তাক্ত হয়ে মাটিতে লুটে পড়েন সাব্বির।নিহতের আত্মীয় আব্দুল হামিদ বলেন, স্থানীয়রা প্রথমে সাব্বিরকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে সাব্বিরের মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবার দ্রুত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড। আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে সাব্বির মারা যায়। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।