• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:১৭:৪৩ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

জয়পুরহাটে ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।১৪ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১১টায় শহরের বদর উদ্দিন রোডের বৈঠকখানা রেস্টুরেন্টে সাবরিনা হ্যান্ড রাইটিং অ্যান্ড প্রাইভেট সেন্টারের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তাফা, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট আরাফাত হোসেন মুন, জয়পুরহাট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জহরা খাতুন, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি মৌসুমী আক্তার, সাবরিনা হ্যান্ড রাইটিং অ্যান্ড প্রাইভেট সেন্টারের পরিচালক সাবরিনা নাজনীন ও শম্পা সূচিসহ প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকরা।অনুষ্ঠানে প্রায় এক শতাধিক শিশু শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা চর্চায় উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।