• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৮:৩৯:২৪ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে ‘পেন ড্রপ’ কর্মসূচি পালনের জন্য শাহবাগের উদ্দেশ্যে যাত্রা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সেখানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়।৮ নভেম্বর বিকেলে শাহবাগে ‘পেন ড্রপ’ কর্মসূচির শুরুতেই পুলিশ ও শিক্ষকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ জানায়, প্রথমে একদল শিক্ষক শান্তিপূর্ণভাবে কলম জমা দিলেও পরে অন্য একদল শিক্ষক পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, ‘তাদের মধ্যে কয়েকটি গ্রুপ আছে এটা আমরা জানতাম না। একদল শান্তিপূর্ণভাবে কলম দিয়ে গেছে, আমার হাতে সেগুলো এখনো আছে। কিন্তু পরে অন্য একটি দল ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে আমরা বাধ্য হয়ে তাদের ছত্রভঙ্গ করি। এতে আমাদের কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।’অন্যদিকে শিক্ষকরা অভিযোগ করেছেন, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের ওপর আক্রমণ করেছে। সংঘর্ষে শিক্ষক ও পুলিশ উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।এর আগে সকাল থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে চারটি সংগঠনের শিক্ষকরা এ কর্মসূচিতে অংশ নেন। অংশগ্রহণকারী শিক্ষকরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।গত ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে এবং ১৩তম গ্রেডের শিক্ষকদের ১২তম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নেয়। তবে সহকারী শিক্ষকরা দাবি করছেন, এ সিদ্ধান্তে তাদের মূল দাবি প্রতিফলিত হয়নি। তাই তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।