• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ভাদ্র ১৪৩২ রাত ১১:১৬:৪০ (09-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সুন্দরগঞ্জে কাজ শেষের আগেই দেবে গেছে সেতুর ৪ পিলার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে বেলকা ঘাট এলাকায় তিস্তার শাখা নদীর ওপর নির্মাণাধীন কাঠের সেতুর একটি অংশ দেবে গেছে। ২৪ জুন সোমবার রাতে সেতুর মাঝখানে চারটি সিসি পিলার দেবে যায়।২৫ জুন মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা যায়, ঝুঁকিপূর্ণ কাঠের সেতুর ওপর দিয়ে লোকজন চলাচল করছেন। জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন মানুষ। শিশুরা সেতু থেকে লাফিয়ে নদীতে পড়ে গোসল করছে। নদীতে স্রোত বাড়লেই সেতুটি আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।এলাকাবাসীর অভিযোগ করে বলেন, ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর গাফিলতিতে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মাঝখানের অংশ দেবে গেছে। এতে করে সেতু দিয়ে মানুষের চলাচলের যে ব্যবস্থা তৈরি হওয়ার কথা তা শুরুতেই নষ্ট হওয়ার পথে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজন সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা ঘাট থেকে নৌকা যোগে নদী পারাপার হতেন। দুই পাশের ইউনিয়নের মানুষের যোগাযোগের মাধ্যম ছিল একমাত্র নৌকা। স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে বেলকা ঘাট এলাকায় একটি কাঠের সেতু নির্মাণ করে এলজিইডি।বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয় এটি বাস্তবায়ন করে।