• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ভাদ্র ১৪৩২ দুপুর ১২:৪৪:৪৯ (08-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ভোলার তজুমদ্দিনে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাজীকান্দি গ্রামে ফজলু ও রেহানা দম্পতির ৮ বছরের কন্যা মনিফা বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়। রান্নার কাজে ব্যস্ত থাকায় মা কিছু বুঝে উঠতে পারেননি। পরে পানিতে ভাসতে দেখে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।অন্যদিকে একই দিন দুপুরে সোনাপুর ইউনিয়নের চর লাদেন গ্রামে কৃষক আব্দুল মান্নানের ৫ বছর বয়সী মেয়ে মুনতাহা বাড়ি ফেরার পথে পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির পর পথের পাশে পানিতে ভেসে ওঠা অবস্থায় উদ্ধার করা হয় তাকে। ট্রলারযোগে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।এই দুই শিশুর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।