নাঙ্গলকোটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নাঙ্গলকোট প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শ্রীরামপুর পশ্চিম পাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে পড়ে আড়াই বছর বয়সি সাদিয়া ও দুই বছর বয়সি আরিয়ান নামে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু ঘটে।স্থানীয়রা জানান, হাফেজ বাড়ির আহসানের মেয়ে সাদিয়া ও সালাউদ্দিনের ছেলে আরিয়ান বাড়ির পাশের পুকুরের ধারে খেলছিল। কিছুক্ষণ পর দু’জন শিশুকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাদের পুকুরে ভাসতে দেখা যায়।পরে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।দুই শিশুর আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবার ও স্বজনরা শোকে পাথর হয়ে পড়েছেন।