কুমিল্লায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কুমিল্লায় ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জশনে জুলুসসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।এ উপলক্ষে ৬ সেপ্টম্বর শনিবার সকালে নগরের টাউনহল মাঠ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাআত এর আয়োজনে ঈদের দিন ঈদ করি দয়াল নবীকে খুশি করি শ্লোগানে ব্যানার ফেস্টুন নিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুস বের হয়। জশনে জুলুসটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এর আগে নগরীর ২৭টি ওয়ার্ড থেকে মসজিদ ও মাদ্রাসা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা মিছিল করে এসে টাউনহল সমবেত হন।জশনে জুলুসে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাদুল বারি আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা কেন্দ্রীয় ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটি’র আহ্বায়ক আলহাজ্ব শাহ মো. আলমগীর খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা ও কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন।এ সময় বক্তারা বলেছেন-ঈদে মিলাদুন্নবী হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণের মাধ্যমে মানবজাতির কল্যাণ ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে এবং তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ ঘটাতে হবে। আর যারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও জশনে জুলুসের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে।