• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ভাদ্র ১৪৩২ সকাল ০৯:৩২:১৮ (08-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নোবিপ্রবিতে শুরু হলো আধুনিক ডায়াগনস্টিক সেবা

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শহিদ মুগ্ধ মেডিকেল সেন্টারে ডায়াগনস্টিক সেবার কার্যক্রম শুরু হয়েছে।৩ সেপ্টেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের রক্তের নমুনা সংগ্রহের মাধ্যমে ডায়াগনস্টিক সেবার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।এ সময় উপাচার্য এ সেবা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। ন্যূনতম খরচে এ সেবা গ্রহণের জন্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।উপাচার্য মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মনোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পরে উপাচার্য ডায়াগনস্টিক সেবা কার্যক্রমের ল্যাবসমূহ ঘুরে দেখেন।এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, চিফ মেডিকেল অফিসার (প্রশাসনিক) ড. মোহাম্মদ মফিজুল ইসলামসহ শহিদ মুগ্ধ মেডিকেল সেন্টারের চিকিৎসক ও কর্মচারীবৃন্দ।