• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৯:২৪ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

গাজীপুর-১ আসনে মজিবুর রহমানকে বিএনপির প্রার্থী ঘোষণা

গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি : গাজীপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেয়র মজিবুর রহমানকে দলীয় প্রার্থী ঘোষণা করায় এলাকায় আনন্দ-উচ্ছ্বাসের বন্যা বয়ে যাচ্ছে।৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় গাজীপুর-১ (কালিয়াকৈর ও কোনাবাড়ি) আসনে দলের মনোনীত প্রার্থী হিসেবে মজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়।মনোনয়ন ঘোষণার খবর প্রচারিত হতেই কালিয়াকৈর উপজেলাজুড়ে দলীয় নেতা–কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন পর সুসংগঠিত রাজনৈতিক কার্যক্রমে প্রাণ ফিরে আসে এলাকাজুড়ে। স্থানীয় বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও পৌর এলাকায় মুহূর্তেই জমে ওঠে স্বতঃস্ফূর্ত সমর্থকদের সমাবেশ। কোথাও শুকরিয়া আদায় করে দোয়া-মাহফিল, আবার কোথাও দেখা যায় আনন্দের প্রতীক হিসেবে শুকরিয়া নামাজ আদায়। নেতা–কর্মীদের মুখে মুখে একটাই বার্তা মেয়র ‘মজিবুর রহমানকে প্রার্থী করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন।’কালিয়াকৈর ও কোনাবাড়ি এলাকার অনেকেই জানান, দীর্ঘদিন ধরেই তৃণমূল পর্যায়ে একজন গ্রহণযোগ্য ও পরীক্ষিত নেতা হিসেবে মজিবুর রহমানের ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল। তার প্রার্থিতা দলের ভবিষ্যৎ রাজনৈতিক আন্দোলন ও নির্বাচনে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন স্থানীয়রা।এদিকে, মনোনয়ন ঘোষণার পর প্রার্থী মজিবুর রহমান বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন। তিনি সেখানে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে গেছেন বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা যায়, সেখান থেকেই তিনি নেতা–কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তাগুলো গ্রহণ করছেন।এলাকার তৃণমূল নেতা–কর্মীরা আশা প্রকাশ করেছেন, এই মনোনয়ন গাজীপুর-১ আসনের রাজনৈতিক অঙ্গনকে আরও প্রাণবন্ত করবে এবং আগামীর রাজনৈতিক কর্মসূচিতে নতুন মাত্রা যোগ করবে।