• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৫:০৯:৩৮ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ঝিনাইদহে বইয়ের মোড়ক উন্মোচন

ঝিনাইদহ প্রতিনিধি : ‘ঝিনেদার সাংবাদিকতা ও একজন আজাদ রহমান’ বই এর মোড়ক উন্মোচন করা হয়েছে।  ৫ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বইটির লেখক ও গবেষক সুমন শিকদার, ঝিনাইদহ কেশবচন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম, মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এনএম শাহজালাল, প্রথম আলো পত্রিকার ঝিনাইদহ নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সিনিয়র সাংবাদিক সাইফুল মাবুদ, সপ্তাহিক চেনতা পত্রিকার প্রকাশক আলী কদর, শিক্ষক শুশেন্দু ভৌমিক, গণশিল্পির সভাপতি আব্দুস সালাম, ঝিনাইদহ রিপোর্টারস ইউনিটের সভাপতি এমএ কবির, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী সাজু, শিক্ষক সমিতির সভাপতি আতিয়ার রহমান বক্তব্য রাখেন।মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিক আজাদ রহমান তার সহধর্মীনি আক্তার জাহান শিল্পী ও কন্যা ইশরাত জাহানের হাতে প্রকাশিত বই তুলে দেন।উপস্থিত অতিথিদের হাতে একে একে বই তুলে দেওয়া পর আলোচনা সভায় বইটি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক ও বাংলা সাহিত্যের বিশিষ্ট গবেষক উত্তম চক্রবর্তী।