• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩১:১৫ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নতুন কুঁড়ি চ্যাম্পিয়নকে সুলতান সালাউদ্দিন টুকুর শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: নতুন কুঁড়ি প্রতিযোগিতা ২০২৫–এর ‘ক’ গ্রুপে রবীন্দ্র সংগীত ও আধুনিক গানে চ্যাম্পিয়ন হওয়া টাঙ্গাইলের প্রতিভাবান শিশু শিল্পী প্রেয়সী চক্রবর্তীকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে গেলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।১৯ নভেম্বর বুধবার রাতে টাঙ্গাইল পৌরসভার আকুর টাকুর পাড়া এলাকায় প্রেয়সীর বাসায় গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেন তিনি।প্রেয়সী চক্রবর্তী টাঙ্গাইল পৌরসভার আকুর টাকুর পাড়া এলাকার সঞ্জয় চক্রবর্তী বাবুলের কন্যা এবং স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি নতুন কুঁড়ি প্রতিযোগিতা ২০২৫ এর ‘ক’ গ্রুপে রবীন্দ্র সংগীত ও আধুনিক গানে চ্যাম্পিয়ন হয়ে টাঙ্গাইলের সুনাম উজ্জ্বল করেছে এ ক্ষুদে শিল্পী।শুভেচ্ছা প্রদানকালে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, `নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রেয়সী চক্রবর্তী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় আমরা টাঙ্গাইলবাসী গর্বিত। তার জীবনে আরও অনেক সফলতা অর্জনের জন্য আমরা দোয়া করি।'