• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৯:৪৭ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

দেশের যুব-সমাজই আগামী দিনগুলো পরিবর্তনের প্রধান শক্তি : রাগীব রউফ চৌধুরী

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে তুলতে এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে এক ছাত্র সমাবেশ ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।প্রথমেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।২৯ নভেম্বর শনিবার বিকেলে মিরপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মিরপুর উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া ২ (মিরপুর-ভেড়ামারা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।তিনি বলেন, দেশের যুবসমাজই আগামী পরিবর্তনের প্রধান শক্তি। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনরুদ্ধার সম্ভব। তিনি ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।সমাবেশের প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি ছাত্র আজ পরিবর্তনের আকাঙ্ক্ষায় উদ্বেল। ছাত্রদল সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, আন্দোলন করেছে। নির্বাচন ঘিরে যে আশা-স্বপ্ন মানুষের মনে জন্মেছে—সেই প্রত্যাশা পূরণেই আমরা মাঠে কাজ করছি।সমাবেশে সভাপতিত্ব করেন মিরপুর পৌর ছাত্রদলের আহবায়ক রোকনুজ্জামান রিন্টু। তিনি বলেন, মিরপুরের ছাত্রসমাজ ধানের শীষের পক্ষে শক্ত অবস্থানে আছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখব।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমেদ। তিনি বলেন, ছাত্রদের সংগঠিত ভূমিকার ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করে। আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি।সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্রছাত্রী উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে পরিবর্তনের প্রতীক হিসেবে ধানের শীষ বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।