• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:১৭:১৮ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

জুমার দিনের মর্যাদা, ইতিহাস ও ফজিলত

ধর্ম ডেস্ক: মুসলমানদের সাপ্তাহিক ইবাদত ও আধ্যাত্মিক পুনর্জাগরণের দিন শুক্রবার। যা ইসলামে জুমার দিন হিসেবে বিশেষ মর্যাদা লাভ করেছে। এদিন জোহরের নামাজের পরিবর্তে আদায় করা হয় দুই রাকাত জুমার ফরজ নামাজ। মসজিদে সমবেত হয়ে খুতবা শোনার পর নামাজ আদায় করা মুসলিম উম্মাহর ঐতিহ্যগত আচার হিসেবে পালিত হয়ে আসছে যুগ যুগ ধরে।জুমার দিনের ঐতিহাসিক গুরুত্ব:ইসলামী শরিয়তে জুমার দিনের মর্যাদা অত্যন্ত বেশি। কোরআন-হাদিসে এ দিনের বিশেষত্ব বারবার উল্লেখ করা হয়েছে। ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনার জন্ম হয়েছে এই দিনে, আবার ভবিষ্যতেও ঘটবে বহু মহাগুরুত্বপূর্ণ ঘটনা, এমনটাই এসেছে নির্ভরযোগ্য হাদিসগ্রন্থগুলোতে।জুমার ‍দিনের তিনটি উল্লেখযোগ্য ঘটনা:১. হজরত আদম (আ.) এর সৃষ্টি, জান্নাতে প্রবেশ ও অবতারণ:সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, এই দিনে আদম (আ.) কে সৃষ্টি করা হয়, এ দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনেই তাকে জান্নাত থেকে অবতরণ করানো হয় -সহিহ মুসলিম, হাদিস: ৮৫৪২. দুনিয়ায় আগমন, তওবা কবুল ও ইন্তিকাল:হাদিসে আরও এসেছে, এই শুক্রবারেই আদম (আ.) কে দুনিয়ায় পাঠানো হয়। এদিনেই আল্লাহ তার তওবা কবুল করেন এবং এই দিনেই তার রূহ কবজ করা হয় -সুনানে আবু দাউদ, হাদিস: ১০৪৬৩. শিঙ্গায় ফুঁক দেওয়া ও কিয়ামতের সূচনা:হাদিসে বর্ণিত, শুক্রবারেই ইসরাফিল (আ.) শিঙ্গায় ফুঁক দেবেন। এই শুক্রবারেই কিয়ামত সংঘটিত হবে এবং একই দিনে মানুষ বেহুঁশ হয়ে পড়বে -সুনান আবু দাউদ, হাদিস: ১০৪৭জুমার দিনকে শুধু ঐতিহাসিক ঘটনা নয়, এর ইবাদত ও সময়কে কেন্দ্র করেও অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে।ক. জুমার দিনের ভয়াবহতা: প্রত্যেক নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা, আকাশ-পৃথিবী, বাতাস, পর্বত ও সমুদ্র সবাই জুমার দিনকে ভয় করে। -ইবনে মাজাহ, হাদিস: ১০৮৪খ. দোয়া কবুলের বিশেষ সময়: জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যখন বান্দা আল্লাহর কাছে যা চায়, আল্লাহ তা-ই তাকে দান করেন। আর এ সময়টি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। -সহিহ বুখারি, হাদিস: ৯৩৫গ. কবরের ফেতনা থেকে মুক্তির সুসংবাদ: জুমার দিনে বা রাতে যে ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে কবরের ফেতনা থেকে রক্ষা করবেন। -সুনানে তিরমিজি, হাদিস: ১০৭৮ঘ. জান্নাতে জুমার দিনের সুধাময় সমাগম: জান্নাতে প্রতি জুমার দিনে জান্নাতবাসীরা একত্র হবেন। তখন এমন মনোমুগ্ধকর হাওয়া বইবে, যার ফলে তাদের সৌন্দর্য বেড়ে যাবে। -সহিহ মুসলিম, হাদিস: ২৮৩৩ (৭১/৭৫৩)জুমার নামাজ শুধু ফরজ ইবাদত নয় এটি মুসলিম সমাজের এক বৃহত্তর সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক সমাবেশ। খুতবার মাধ্যমে আত্মশুদ্ধি, সামাজিক দায়িত্ব, মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষা মানুষের মধ্যে প্রবেশ করে সুক্ষ্ম বাণীর মতো।সপ্তাহের এই বিশেষ দিনটি তাই মুসলমানদের কাছে শুধু ছুটি নয়, এটি ইবাদত, তওবা, দোয়া কবুলের মুহূর্ত, ঐতিহ্যের স্মারক এবং জান্নাতে মিলনমেলার আগাম বার্তা।