খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রংপুর সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল
রংপুর ব্যুরো: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল করেছে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে।২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রংপুর প্রেসক্লাব মিলনায়তনে আরপিইউজের সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন, জুলাই গণঅভূত্থানে শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী ও ছোট ভাই আবু হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানী, কোষাধ্যক্ষ ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মমিনুল ইসলাম রিপন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক, নির্বাহী সদস্য কামরুল ইসলাম চুন্নু, রংপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শফিউল করিম শফিক, সাংগঠনিক সম্পাদক ফখরুল শাহীন, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের নেতা এসএম জাকির হোসাঈন প্রমুখ।অনুষ্ঠানে খতমে শেফা পরিচালনা করেন মাহিগঞ্জ বাইতুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মুন্না। পরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মোনাজাতে অংশ নেন গণমাধ্যম কর্মীরা।