• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:১৭:৩৮ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সন্তানের নৈতিক চরিত্র গঠনে ‘মা’ সর্বাধিক প্রভাবশালী ব্যক্তি : আলেমা আরিফা বিল্লাহ

নিজস্ব প্রতিবেদক : শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘আলোর পথে’র  ব্যবস্থাপনায় “সন্তানের নৈতিক চরিত্র গঠনে মায়েদের ভূমিকা ও বর্তমান প্রেক্ষাপট” শীর্ষক মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৯ নভেম্বর শনিবার এসজেডএইচএম ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাহফিলে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলেমা আরিফা বিল্লাহ।তিনি বলেন,  সন্তানের নৈতিক চরিত্র গঠনের ক্ষেত্রে মা সর্বাধিক প্রভাবশালী ব্যক্তি। সন্তানের প্রথম শিক্ষালয় হলো তার মায়ের কোল। এজন্য একজন মালীকে যেভাবে চারাগাছের পরিচর্যার জন্য প্রয়োজনীয় জ্ঞান রাখতে হয় তেমনি একজন মাকে তার সন্তানের সঠিক পরিচর্যার জন্য সম্যক জ্ঞান রাখা খুবই জরুরী।তিনি আরও বলেন, মা যদি ইসলামী মূল্যবোধ সম্পর্কে জ্ঞাত থাকেন এবং তা চর্চা করেন তবে তিনি সন্তানকে আল্লাহভীরু, রাসুল (দ.) প্রেমিক, নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন। যেমন- হযরত বড়পীর শায়খ সৈয়দ আব্দুল কাদের জিলানী (ক.), হযরত বায়েজিদ বোস্তামী (ক.),  ইমাম বুখারী (রহ.), ইমাম আবু হানিফা (রহ.), ইমাম শাফেয়ী (রহ.), ইমাম মালেক (রহ.), ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.) প্রমুখ মনীষীদের জীবনে তাঁদের মায়েদের অনন্য সাধারণ ভূমিকা রয়েছে। বর্তমান প্রযুক্তি ও তথ্য প্রবাহের যুগে সন্তানের নৈতিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে রয়েছে। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় মায়েদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।মাসরেখা সুলতানা মুক্তা ও জাকিয়া নাজনীন জেনী’র সঞ্চালনায় মাহফিলে কোরআন তেলাওয়াত করেন নুসফা খানম, নাতে রাসুল (দ.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন যথাক্রমে সাদিয়া আলম ও তাজনিয়া শাহজাহান শুভ্রা।মাহফিলের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নূরজাহান বেগম। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং মঙ্গল কামনায় দোয়া করা হয়।