• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ভাদ্র ১৪৩২ সকাল ০৯:০৩:১৮ (09-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ফটিকছড়িতে ন্যায্য মূল্যে ডিম ও সবজি বিক্রি কার্যক্রম উদ্বোধন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: গরিবের আমিষের অন্যতম যোগানদাতা ডিমের বাজার গত কয়েকদিন ধরেই অস্থির হয়ে আছে। সিন্ডিকেটের কবলে পড়ে প্রতি পিস ডিমের দাম ১৫ টাকা পর্যন্ত হলে সেটা গরীব আর মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যায়। এই অবস্থা থেকে মানুষকে মুক্তি দিতে ফটিকছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে ডিম ও সবজি বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।২২ অক্টোবর মঙ্গলবার সকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙ্গতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় ন্যায্য মূল্যে ডিম বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরি।এদিকে বাজার দরের চেয়ে কমে (ডজন ১৪০ টাকায়) ডিম কিনতে পারায় ক্রেতারা খুশি। উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিম ও সবজি বিক্রির কার্যক্রম চলমান থাকবে।সরকার ঘোষিত ডিমের দাম খুচরায় ১১টাকা ৮৭ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১০ পয়সা এবং উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৮০ পয়সা করে বিক্রির কথা রয়েছে। তবে এ দামে কোথাও ডিম বিক্রি হচ্ছে না। বেশিরভাগ এলাকায় এখনও প্রতি ডজন ডিম ১৭০ টাকা করে বিক্রি হচ্ছে।