কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক নারীর মৃত্যু হয়েছেন। প্রাথমিকভাবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।১৭ নভেম্বর সোমবার দুপুর আড়াইটার দিকে এ দূর্ঘটনা। নিহত নারীর বয়স ৪৫ বছরের কাছাকাছি বলে জানায় বার বাজার রেলওয়ে কর্তৃপক্ষ।কালিগঞ্জ বারবাজার রেলওয়ে স্টেশন মাষ্টার সিদ্দিকুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনার উদ্দেশ্যে সুন্দরবন এক্সপ্রেস দুপুরের দিকে বার বারবাজার রেলওয়ের সিগন্যালে পৌছালে ওই নারী দূর্ঘটনায় কবলে পড়ে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা সেটি তিনি নিশ্চিত জানাতে পারেননি। পরে যশোর রেলওয়ে পুলিশ ওই নারীর মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।