• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ভাদ্র ১৪৩২ সকাল ০৮:২২:১৮ (09-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মনিরুল ইসলাম(২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।৩১ আগস্ট রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটর্ফমের উত্তরে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মনিরুল ইসলাম ভারসাম্যহীন ছিলেন। তিনি উপজেলার ভট্টপাড়ার পূর্বপাড়ার সিদ্দিক প্রামানিকের ছেলে।মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটর্ফমের উত্তরের রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে মনিরুল ইসলাম(২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।