• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:১৯:০৮ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

জনতা ব্যাংকের নতুন পরিচালক প্রফেসর ড. এ. এ. মাহবুব উদ্দিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. এ. এ. মাহবুব উদ্দিন চৌধুরী সম্প্রতি জনতা ব্যাংক পিএলসি. এর পরিচালক হিসেবে যোগদান করেছেন। তিনি গত চার দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তিনি ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ হতে কৃতিত্বের সাথে বি.কম অনার্সসহ এম.কম ডিগ্রি অর্জন করেন। তিনি মনবুশো শিক্ষাবৃত্তি নিয়ে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।তিনি দেশে বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তার প্রায় ৩৫টি গবেষণাপত্র স্থানীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ফ্যাকাল্টি হতে শ্রেষ্ঠ গবেষক হিসেবে ডিনস এওয়ার্ড লাভ করেন।