কুমিল্লায় ছাত্রলীগ ও যুবলীগের ২৯ নেতাকর্মী আটক
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীতে নাশকতা ও সহিংসতার প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের ২৯ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।১৫ নভেম্বর শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোররাত পর্যন্ত টানা অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।অভিযানের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।কোতোয়ালি থানা পুলিশের কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে টমছম ব্রিজ এলাকা ও বাদুরতলা এলাকায় অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করা হয়। আটক নেতাকর্মীরা শহরে আকস্মিক মিছিল এবং বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদের কাছ থেকে ব্যানার, লাঠি, গ্যাসলাইটসহ কিছু সামগ্রী জব্দ করা হয়েছে।