• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৫:১০:০৭ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

চিকিৎসকদের চেয়ে প্রভাবশালী আর কেউ নেই: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, দেশে চিকিৎসকদের অনেক প্রভাব। চিকিৎসকের চেয়ে প্রভাবশালী আর কেউ নেই। যত বড় আমলা বা রাজনীতিবিদ হোক, তিনি অসুস্থ হলে চিকিৎসকের ওপর নির্ভর করেন।৩০ নভেম্বর রোববার রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির ৩৮তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের (বসকন-২০২৫) প্রথম দিনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।ডা. সায়েদুর রহমান বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তনের কিছুটা হলেও চেষ্টা করেছে। আমরা অন্তত শুরু করেছি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ন্যায্যতার ভিত্তিতে হয় না, এ দেশে সবাই সমান স্বাস্থ্যসেবা নিতে পারে না। বাজেট নেই পর্যাপ্ত। স্বাধীনতার ৫৪ বছরেও অগ্রাধিকার পায়নি স্বাস্থ্য।চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, জুলাই আন্দোলনে ব্যাপক অবদান রেখেছেন অর্থোপেডিক ও চক্ষু বিশেষজ্ঞরা। আল্লাহ আমাদের মেধা দিয়েছেন। আমরা সেবার সুযোগ পাচ্ছি। অন্য পেশার মানুষ এমন সুযোগ পান না। আমরা যেন মানুষকে যথাযথভাবে সেবা দিই। আমাদের দায়িত্ব মানুষের পক্ষে থাকা।সভায় অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। এ ছাড়া উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, এনডিএফের মহাসচিব অধ্যাপক ডা. মাহমুদ হোসাইন, সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আবুল কেনান, সদস্য সচিব ডা. ইরফানুল হক সিদ্দিকী, বসকন-২৫ উদযাপন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. ওয়াকিল আহমেদ, সেক্রেটারি ডা. মো. মিজানুর রহমান প্রমুখ।