কালিয়াকৈরে শসা চাষে স্বাবলম্বী তরুণ উদ্যোক্তা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: পরিশ্রম, পরিকল্পনা ও আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক প্রয়োগে স্বপ্ন পূরণ করেছেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কৌচাকুড়ি এলাকার এক তরুণ উদ্যোক্তা। শসা চাষ করে তিনি শুধু স্বাবলম্বীই নন, এলাকার অন্যান্য যুবকদের কাছেও হয়ে উঠেছেন অনুপ্রেরণার উৎস।৯ নভেম্বর রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, মেসার্স বকুল এগ্রো ফার্মের উদ্যোগে প্রায় চার বিঘা জমিতে শসা চাষ করা হয়েছে। সবুজে ঘেরা ক্ষেতজুড়ে ঝুলছে তাজা শসা, আর শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন ফসল সংগ্রহ ও বাজারজাতকরণের কাজে। মাত্র ৩০ দিনের ব্যবধানে গাছগুলোতে এসেছে পর্যাপ্ত ফলন।শসা চাষে সফল এই তরুণ উদ্যোক্তা মানিক হোসেন শুভ জানান, ‘শুরুতে কিছুটা ঝুঁকি থাকলেও এখন ফলন দেখে সেই ভয় কেটে গেছে। প্রথম ধাপের ফসলেই ভালো লাভের আশা করছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে শসা চাষের পরিকল্পনা রয়েছে।’উপজেলা কৃষি অফিসার জাহিদ হাসান বলেন, ‘আধুনিক প্রযুক্তি, মানসম্মত বীজ ও সঠিক পরিচর্যা থাকলে অল্প খরচেই কৃষকরা এখন লাভবান হতে পারেন। কৌচাকুড়ির এই প্রকল্প তারই বাস্তব উদাহরণ।’এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিক আহমেদ, স্থানীয় কৃষক ও এলাকাবাসী। তারা জানান, এই সাফল্য দেখে এলাকার অনেক তরুণই এখন কৃষিতে আগ্রহী হচ্ছেন। এতে যেমন বেকারত্ব কমছে, তেমনি স্থানীয় বাজারে তাজা শসার চাহিদাও পূরণ হচ্ছে।স্থানীয়রা মনে করেন, সরকারি পৃষ্ঠপোষকতা ও কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শ অব্যাহত থাকলে কালিয়াকৈরসহ আশপাশের অঞ্চলে কৃষি খাতে আরও বৈপ্লবিক পরিবর্তন আসবে