ঝিনাইদহে বিনামূল্যে চশমা পেলেন দুই শতাধিক দুস্থ চক্ষু রোগী
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় দুই শতাধিক দুস্থ চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। সেচ্ছাসেবী সংগঠন আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব চশমা বিতরণ করা হয়।২৯ নভেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের পিড়াগাতি গ্রামে এ চশমা বিতরণ করা হয়।চশমা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসাদুজ্জামান।এসময় সাবেক ইউপি সদস্য রইচ উদ্দিন মোল্লা, ইউনাইটেড কমিউনিটি ক্লাবের সদস্য সচিব রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আয়োজকরা জানায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দুস্থ চক্ষু রোগীদের এর আগে বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। সেসব রোগীসহ ২০০ জনের চোখের দৃষ্টি পরীক্ষা করে চশমা বিতরণ করা হয়। দরিদ্র ও অসহায় চক্ষু রোগীদের দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে সহায়তা করতেই এই ফ্রি চশমা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি মানবিক সেবার অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।