কালিয়াকৈরে হঠাৎ গ্যাস লাইনে আগুন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের হরিণহাটি এলাকায় তিতাস গ্যাসলাইনে লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে স্টার্লিং কারখানার সামনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, গ্যাসলাইন থেকে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন প্রথমে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।হঠাৎ এ অগ্নিকাণ্ডে মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।স্থানীয়রা জানান, মৌচাক, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় প্রায়ই গ্যাসলাইন লিকেজজনিত দুর্ঘটনা ঘটে থাকে।কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা চৌধুরী ইফত্তেখার রায়হান বলেন, রাত সাড়ে নয়টার দিকে গ্যাসলাইনে লিকেজ থেকে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।